শনিবার (২ আগস্ট) বিকেলে বন্দর কদম রসূল কমিউনিটি সেন্টারে ‘আমরা বন্দরবাসী’ সংগঠনের আয়োজনে এ সংলাপ হয়।
নাগরিক সংলাপে বক্তারা একবাক্যে বলেন, বন্দর থানার ঐতিহাসিক ঐক্য রক্ষা করে নারায়ণগঞ্জ-৫ আসন অক্ষুন্ন রাখতে হবে এবং অবিলম্বে বিভক্তির প্রস্তাব বাতিল করতে হবে। সংলাপে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন নারায়ণগঞ্জ -৫ সংসদীয় আসন পূর্বের ন্যায় যেরকম ছিল সেরকমই থাকবে। কোনোক্রমেই পরিবর্তন করা যাবে না।