কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির এক সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী ইউনিয়নের বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৫ নম্বর বিএসপি পোস্টে এ আত্মসমর্পণ ঘটে।
আত্মসমর্পণকারী জীবন তঞ্চঙ্গ্যা (২১) নাইক্ষ্যংছড়ি গর্জবুনিয়ার চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে। তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বিজিবি-৬৪ উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি ও টহল জোরদারের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন তঞ্চঙ্গ্যা জানান, ব্যক্তিগত নিরাপত্তার আশঙ্কায় মিয়ানমারের মংডু ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তিনি। তার দাবি, মোট ৩০০ আরাকান আর্মির সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে এবং তারা যে কোনো সময় আত্মসমর্পণের জন্য বাংলাদেশে প্রবেশ করতে পারে।
উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।