চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও নাগরিক স্বার্থ সংরক্ষণের প্রত্যয়ে “ভয়েস ফর চট্টগ্রাম (Voice For Chattogram – VFC)” নামের একটি নতুন নাগরিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। শনিবার (২ আগস্ট) চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ ঈসা চৌধুরী।সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সমাজসেবী লায়ন সালাউদ্দিন আলী।সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম হুমায়ূন পাটোয়ারী, এডভোকেট মোঃ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আরিফ হাসান চৌধুরী, ডা. হাসানুল বান্না, ব্যাংকার মেহরাব হোসেন খান, আবু মোহাম্মদ রাজিব উদ্দীন, ডা. শাকির উর রশীদ, ডা. মোঃ রবিউল হাসান, এডভোকেট কে আর এম খাইরুদ্দিন মোহাম্মদ হিরু এবং কাজী শরীফুল ইসলাম।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট মোঃ জালাল উদ্দিন পারভেজ।সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: ইঞ্জিনিয়ার আবুল বাশার।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এডভোকেট মীর মোঃ আজম, মোঃ আলতাফ হোসেন, ডা. শাহেদ ইকবাল সানি, ডা. দাউদ সিদ্দিকী, ডা. ইসতিয়াক আরিফ, ডা. সামিউল করিম, ডা. জুয়েল রহমান, ডা. সাইফুল ইসলাম, ডা. রকিবুল হাসান তান্না, আব্দুল্লাহ আল রায়হান, ডা. সৈয়দ মোহাম্মদ হোসেন ফাহাদ, ডা. মীর কাশেম মজুমদার, ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান কিরণ, ডা. আবু সাদাত মোঃ সায়েম এবং ডা. মাসুদ পারভেজ।এছাড়াও গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. কামরুজ্জামান জুয়েল এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. জুবায়ের আল মাহমুদ (সাগর)।
প্ল্যাটফর্মটি চট্টগ্রামের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, আইনি সহায়তা, সন্ত্রাস-চাঁদাবাজি দমন এবং বেকার যুবকদের কর্মসংস্থান—এই ছয়টি অঙ্গীকার নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।