লোককাহিনী নির্ভর সিনেমা রূপবানে দেখেছিলাম রহিম,রূপবান যখন বনে যায় বনরাজ তখন শক্তিমত্তা দিয়ে নব দম্পতিকে উদ্ধার করে। গান ধরে– সন্ধ্যা হল বনমাঝে পথ হারায়ে রইলাম পড়ে,,,আমি নয়ন জ্বলে মালা গাথিলাম,তোমায় নিয়ে বনে আসিলাম। সেতো গেল লোককাহিনীর গল্প। বনের মাহ্যত্ম চিরদিনই স্বীকৃত। আধুনিক বনরাজও কম কিসে?
বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারী বিদেশে পড়াশোনা, সরকারি চাকরি, বিমানবালা হিসেবে সুযোগ বা সম্পত্তি প্রদানের প্রলোভনে প্রতারণার মাধ্যমে ১৭ জন নারীকে বিয়ে করে অল্প দিনের মধ্যে যৌতুক দাবী ও শারীরিক নির্যাতনের কারণে একে একে সংসার ভেঙে গেছে।
এ নিয়ে বরিশাল নগরের কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন করে ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের সদস্যরা। তারা বন কর্মকর্তা কবির হোসেনের বিরুদ্ধে তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ভুক্তভোগীরা জানান, বন কর্মকর্তা চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা হওয়ায় ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালীন প্রতারণার মাধ্যমে বিয়ে করেছেন ঢাকার নাজনিন আক্তার শীলা, নারায়ণগঞ্জের সোনিয়া, খুলনার নাসরিন আক্তার দোলনসহ মোট ১৭ জন নারীকে।ভূক্তভোগী স্ত্রীগণ বিয়ে পাগল নারী লোলুপ কবির হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।