ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত!  রাজৈরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কৃষক দল ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। ফরিদপুরের ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তোফায়েল আহমেদ। জরুরি ভর্তি করা হল হাসপাতালে। বহু বছর সেনাবাহিনীর থাবায় মুখোশ উন্মোচন হলো মাদক ব্যবসায়ী কাশেম ওরফে ফেন্সি কাসেমের। শেরপুরে দলিত নারীদের মুষ্টির চালে “দুর্গা পূজা”। “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এ শ্লোগানে মুখরিত মাদারীপুর। মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে দেবী দুর্গাকে।মন্ডপে মন্ডপে চলছে মা’কে বরণের প্রস্তুতি। এক রাতের রক্তগাথা: শাপলা চত্বরে নৃশংসতার ১২ বছর। বিসিআইসি: খাদ্য নিরাপত্তা ও শিল্পায়নের অগ্রগামী প্রতিষ্ঠান।

ইতালি প্রবাসীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে স্বজন ও এলাকায়বাসীর বিক্ষোভ, ওসির আশ্বাসে থানা চত্বর ছারলো বিক্ষুদ্ধরা

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ১৮৭ জন সংবাদটি পড়েছেন

স্টাফ রিপোর্টার :

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতালি ফেরত এক প্রবাসীর মরদেহ ফেলে পালিয়ে যায় তার দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। এঘটনায় রাজৈরে ব্যাপক চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এঘটনাকে কেন্দ্র করে দুটি মামলা ও ঘরবাড়ি পোড়ানোর ঘটনাও ইতিমধ্যে হয়েছে। যদিও অভিযুক্ত দুইজন আসামী গ্রেপ্তার রয়েছে। এরি জেরে প্রবাসী হালিমের পরিবার ও এলাকাবাসীর ব্যানারে রাজৈর থানার সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে বিক্ষুদ্ধ স্বজনরা। যদিও রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খানের আশ্বাসে বিক্ষোভকারী একপর্যায়ে চলে যায়। ঘটনার পরে প্রবাসী হালিমের ভাই বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন এবং সেই মামলায় সবুজ ও আরিফা নামে দুইজন গ্রেপ্তার রয়েছে।

(০১ জুলাই মঙ্গলবার) ১২টার রাজৈর থানার মোড় এলাকায় গোপালগঞ্জ ব্রীজ থেকে কয়েকশ লোকজন ব্যানার হাতে নিয়ে রাজৈর থানার সামনে গেলে, থানার মুল গেট আটকে দেয় নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ সদস্যরা, একপর্যায়ে বিক্ষুদ্ধ জনতা থানার গেটে ধাক্কা দিয়ে খুলতে চেষ্টা করে, তবে পুলিশ সদস্যদের আশ্বাসে সান্ত হন তারা।

পরে রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খান এসে স্বজন ও এলাকায়বাসির সাথে কথা বলেন ও বাকি অন্য আসামীরদের গ্রেপ্তার করার আশ্বাস দেন।

এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন
ইতালি প্রবাসীর মাদ্রাসা পড়ুয়া মেয়ে হিমু আক্তার, ছেলে হাছিব খান, বোন রাশিদা বেগম, জুলেখা বেগম, পারভীন বেগম, বোন জামাই আলি রাজ, ভাবী রিনা আক্তার, হাজি জাফর শেখ, সজী বেগমসহ প্রমূখ।

উল্লেখ গত ২৪ জুন মঙ্গলবার রাজৈর উপজেলার নগরগোয়ালদির মৃত কলম খানের ছেলে ইতালি প্রবাসী হালিম খান তার শশুরবাড়ি দ্বারাদিয়া গেলে। তখন তাকে রাত ৪টার দিকে মৃত অবস্থায় রাজৈর হাসপাতালে হালিমকে রেখে পালান তার স্ত্রীসহ কয়েকজন। হাসপাতালে মরদেহ রেখে সটকে পরেন তারা। প্রবাসী হালিমের পরিবারের অভিযোগ, হালিমকে পরিকল্পিতভাবে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

Tag :
About Author Information

Sanjib Das

জনপ্রিয় সংবাদ

নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত! 

ইতালি প্রবাসীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে স্বজন ও এলাকায়বাসীর বিক্ষোভ, ওসির আশ্বাসে থানা চত্বর ছারলো বিক্ষুদ্ধরা

আপডেট সময় : ০১:০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার :

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতালি ফেরত এক প্রবাসীর মরদেহ ফেলে পালিয়ে যায় তার দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। এঘটনায় রাজৈরে ব্যাপক চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এঘটনাকে কেন্দ্র করে দুটি মামলা ও ঘরবাড়ি পোড়ানোর ঘটনাও ইতিমধ্যে হয়েছে। যদিও অভিযুক্ত দুইজন আসামী গ্রেপ্তার রয়েছে। এরি জেরে প্রবাসী হালিমের পরিবার ও এলাকাবাসীর ব্যানারে রাজৈর থানার সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে বিক্ষুদ্ধ স্বজনরা। যদিও রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খানের আশ্বাসে বিক্ষোভকারী একপর্যায়ে চলে যায়। ঘটনার পরে প্রবাসী হালিমের ভাই বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন এবং সেই মামলায় সবুজ ও আরিফা নামে দুইজন গ্রেপ্তার রয়েছে।

(০১ জুলাই মঙ্গলবার) ১২টার রাজৈর থানার মোড় এলাকায় গোপালগঞ্জ ব্রীজ থেকে কয়েকশ লোকজন ব্যানার হাতে নিয়ে রাজৈর থানার সামনে গেলে, থানার মুল গেট আটকে দেয় নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ সদস্যরা, একপর্যায়ে বিক্ষুদ্ধ জনতা থানার গেটে ধাক্কা দিয়ে খুলতে চেষ্টা করে, তবে পুলিশ সদস্যদের আশ্বাসে সান্ত হন তারা।

পরে রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খান এসে স্বজন ও এলাকায়বাসির সাথে কথা বলেন ও বাকি অন্য আসামীরদের গ্রেপ্তার করার আশ্বাস দেন।

এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন
ইতালি প্রবাসীর মাদ্রাসা পড়ুয়া মেয়ে হিমু আক্তার, ছেলে হাছিব খান, বোন রাশিদা বেগম, জুলেখা বেগম, পারভীন বেগম, বোন জামাই আলি রাজ, ভাবী রিনা আক্তার, হাজি জাফর শেখ, সজী বেগমসহ প্রমূখ।

উল্লেখ গত ২৪ জুন মঙ্গলবার রাজৈর উপজেলার নগরগোয়ালদির মৃত কলম খানের ছেলে ইতালি প্রবাসী হালিম খান তার শশুরবাড়ি দ্বারাদিয়া গেলে। তখন তাকে রাত ৪টার দিকে মৃত অবস্থায় রাজৈর হাসপাতালে হালিমকে রেখে পালান তার স্ত্রীসহ কয়েকজন। হাসপাতালে মরদেহ রেখে সটকে পরেন তারা। প্রবাসী হালিমের পরিবারের অভিযোগ, হালিমকে পরিকল্পিতভাবে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।