যশোর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১০ আগস্ট ২০২৫) সীমান্তবর্তী বেনাপোল, মাসিলা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় ৪৯ বিজিবির যৌথ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মধুপুর গ্রামের মো. তুহিন হোসেন (৩৪), যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের ইসমাইল হোসেন (২৬) ও তৌহিদুল ইসলাম (২৪)। তুহিন হোসেনকে যশোর কোতোয়ালী মডেল থানায় এবং অপর দুইজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিদেশী মদ, ফেন্সিডিল, ভারতীয় শাড়ি, মোবাইল ফোন, হ্যান্ড ব্যাগ, কসমেটিক্স, পোশাক সামগ্রী, জিরা, কীটনাশক, ঔষধ, ভারতীয় রুপি ও খাদ্য সামগ্রী। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ৭৮ হাজার ৯৩৪ টাকা।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের ধারাবাহিকতায় এই সফলতা এসেছে। সীমান্ত এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।