তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ রহমান গ্রুপের আয়োজনে আজ খুলনা মহানগরী বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসায় বৃক্ষরোপণ করা হয়। এসময় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট মাহমুদুল হাসান,পরিচালক নুরুল হাদী ইফাজ সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী এজাজ আহমেদ রমি,নিউজ ২৪ ঘন্টা সম্পাদক আবু হেনা মুক্তি,মেঘনা ব্যাংকের ম্যানেজার অপারেশন মোঃ আল মামুন, আখতারুজ্জামান বাবু প্রমুখ।
এডভোকেট মাহমুদুল হাসান বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। আমাদের অঙ্গীকার হোক নগর বনায়ন দেশ বনায়ন। তিনি বৃক্ষ রোপনের সকলের সহযোগিতা এবং সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।