১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পৌর ঈদগাহ মাঠের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে সার্বিক সহযোগিতা করেন দৈনিক প্রতিদিনের কাগজ এর সাবেক স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার কাগজ এর জেলা প্রতিনিধি নাজমুল কবীর এবং দৈনিক জনতার জমিন এর রাজৈর উপজেলা প্রতিনিধি শহীদুল আলম (টুকু)।
এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক এর মাদারীপুর জেলা প্রতিনিধি খন্দকার আব্দুল মতিন। বৈশাখী টেলিভিশন এর মাদারীপুর জেলা প্রতিনিধি নিত্যানন্দ হালদার। দৈনিক আমার দেশ এর রাজৈর উপজেলা প্রতিনিধি এমদাদুল হক টুটুল বিশ্বাস। এশিয়ান টেলিভিশন এর রাজৈর উপজেলা প্রতিনিধি অনাদি কুমার মন্ডল। দৈনিক বাংলাদেশ সমাচার এর রাজৈর উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম। দৈনিক ডেসটিনি পত্রিকার প্রতিনিধি এস এম ফেরদৌস হোসাইন। চেতনায় বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার মহিউদ্দিন চৌধুরী হীরা। রাজৈর নিউজ এর স্থানীয় সম্পাদক ইমাম হোসাইন (ইমন)। দি ডেইলি ট্রাইবুনাল এর রাজৈর উপজেলা প্রতিনিধি প্রশান্ত কুমার কুন্ডু। দৈনিক ঢাকা রিপোর্ট এর রাজৈর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহেল। দৈনিক বাংলা ৭১ এর রাজৈর উপজেলা প্রতিনিধি বিপুল কুমার দাস। দৈনিক গনতদন্ত এর রাজৈর উপজেলা প্রতিনিধি সাজেদুল ইসলাম বোরাক। দৈনিক চৌকস পত্রিকার জেলা প্রতিনিধি ও আজকের প্রতিদিন এর স্টাফ রিপোর্টার মোঃ আলী শেখ। দৈনিক নিরপক্ষ পত্রিকা রাজৈর-মাদারীপুর প্রতিনিধি এস এম মেহেদী হাসান, প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রাষ্ট্রের প্রতিটি স্তর থেকে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করে বলেন, চাঁদাবাজির ভিডিও ধারণ করতে গিয়েই দিবালোকে তুহিনকে হত্যা করেছে একদল সন্ত্রাসী চাঁদাবাজ। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।