আজ ৩ডিসেম্বর ,২০২৫ বুধবার মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল ৮:০০টা হতে ১২:০০টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি পালন করছে।
কর্মবিরতি পালনকারী ফার্মাসিস্ট মনিরুজ্জামান মনির বলেন, স্বাস্থ্যখাত হচ্ছে সরকারের একটি জনগুরুত্বপূর্ণ খাত। আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ দীর্ঘদিন যাবৎ চাকরিতে বেতন বৈষম্যের শিকার হয়ে হতাশাগ্রস্থ অবস্থায় দিনাতিপাত করছি। তাই সরকারের কাছে অনুরোধ অবিলম্বে আমাদের দাবিকৃত ১০ম গ্রেড বাস্তবায়ন করে জীবন মান উন্নয়নে সচেষ্ট হবেন।আজ আমরা সারা বাংলাদেশে একযোগে ৪ ঘন্টা কর্মবিরতি পালন করছি। আগামী ৪ ডিসেম্বর,২০২৫ বৃহস্পতিবার পূর্ণ দিবস কমপ্লিট সাট- ডাউনের ঘোষণা দিয়েছি। এরপরও যদি সরকার আমাদের দাবি মেনে না নেয় তাহলে আলোচনা সাপেক্ষে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো। তবে আমরা আশাবাদী সরকার আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি অবিলম্বে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
এর আগে গত ৩০ নভেম্বর,২০২৫ রবিবার একই দাবিতে সারাদেশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ সকাল ৯:০০টা হতে ১১:০০টা পর্যন্ত ২ঘন্টা কর্মবিরতি পালন করেছিল।
আজকের অর্ধদিবস কর্মবিরতির ফলে হাসপাতালে আগত রোগীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। রোগীদের সাথে কথা বলে জানা গেছে তারাও সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যে,যে সকল সেবা দানকারী কর্মবিরতি পালন করছেন তাদের দাবি যেন অবিলম্বে মেনে নিয়ে রোগীদের জনদুর্ভোগ কমাতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
সারাক্ষণ ডেস্ক 


















