আজ শনিবার ১৩ ডিসেম্বর,২০২৫ দুপুর ২:৩০ টায় মাদারীপুর জেলার রাজৈরের কদমবাড়ীতে অনুষ্ঠিত হলো এযাবৎকালের স্মরনীয় গ্রান্ড মেগা ফুটবল টুর্নামেন্ট। মহামানব গণেশ পাগল সেবাশ্রম মাঠে দিঘীরপাড় গ্রামের সর্বস্তরের মানুষের আয়োজনে এ জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি হেলেন জেরিন খান। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সহ-সভাপতি রাজৈর উপজেলা বিএনপি ও কদমবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু , মাদারীপুর কলেজের সাবেক ভিপি সরোয়ার হোসেন, মাদারীপুর জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ, মাদারীপুর মহিলা দলের সভানেত্রী লাইজু আক্তার, রাজৈর পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির হোসেন, রাজৈর যুবদলের সভাপতি লিটু খান কদমবাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ভবেন সরকার, সহ-সভাপতি কাওসার শেখ, গনেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি মিরন বিশ্বাস, সাধারণ সম্পাদক নীলরতন সরকার, কদমবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃণাল সরকার, কদমবাড়ী ইউনিয়ন বিএনপি নেতা সঞ্জীব বিশ্বাসসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বাবু মৃত্যুঞ্জয় সরকারের সভাপতিত্বে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে একটি নান্দনিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।প্রায় ত্রিশ হাজার দর্শকের সমারোহে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।খেলায় রাজপাট একাদশ বনাম বরমপালটা একাদশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে ১/১ গোলে খেলা শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে দুই গোলে রাজপাট একাদশ বিজয়ী হয়। বিজয়ী দলকে TVS-125 cc ( এক লাখ সাতচল্লিশ হাজার টাকা মূল্যের) প্রথম পুরস্কার হিসেবে হাতে তুলে দেন প্রধান অতিথি হেলেন জেরিন খান।বিজিত দল বরমপালটা একাদশকে রানার্স আপ হিসেবে HERO HONDA-100cc(এক লাখ পনের হাজার টাকা) মোটরসাইকেল পুরস্কার হিসেবে দেওয়া হয়।
এধরনের আয়োজন অত্র অঞ্চলের যুবকদের ঐক্যবদ্ধ করতে ও মাদক নির্মূলে ব্যাপক ইতিবাচক মনোভাব তৈরি করতে ভূমিকা রাখবে বলে মনে করেন এলাকার সচেতন মহল।
সারাক্ষণ ডেস্ক 


















