দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাংলাবাজারে অবস্থিত জগন্নাথপুর উচ্চবিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ পালিত হয়েছে।
১০ই ডিসেম্বর সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি, মানববন্ধন এবং নাটক প্রদর্শনীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সকল শিক্ষক-শিক্ষার্থী, এবং জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন-এর দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।
মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত নাটকটি উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
র্যালি ও মানববন্ধনে শিক্ষার্থীরা মানবাধিকার রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা, শিক্ষার্থীদের বক্তব্য ও সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।
জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য—
“মানবাধিকার সবার, রক্ষা করব আমরা”—বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
মোঃ: আব্দুল হাকিম 


















