ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাগুরায় আওয়ামিলীগ নেতা মুহিতের ম্যানেজার মিরাজ  হত্যা মামলায় গ্রেপ্তার। অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি। মৃত মানুষকে জীবিত দেখিয়ে রোমহর্ষক জমি জালিয়াতি। আওয়ামীলীগ নেতা, দলিল লেখক ও সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালতে। মহান বিজয় দিবসে রাজৈর উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্যে রাজৈরে কমর্রত সাংবাদিকদের ফুলেল শ্রদ্ধার্ঘ্য অর্পণ। অধ্যক্ষ সৈয়দ রবিউল আলমের অতীত স্মৃতির “বিজয় ৭১” কদমবাড়ীর মেধাবী কন্যা শৈলী মনি দত্ত একজন মানবিক চিকিৎসক হতে চায়। *জেল হাজতে যমুনা অয়েলের ‘তেল মাফিয়া’ এয়াকুব : নেপথ্যের ক্ষমতার অবসান, ভাঙছে ১৭ বছরের দুর্নীতির সাম্রাজ্য** অধ্যক্ষ সৈয়দ রবিউল আলমের অতীত স্মৃতির “বিজয় ৭১” ভারতে আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী অবস্থান করছেন — এমনটা জানা গেছে এ বছরের শুরুর দিকে।  হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা দুই সন্দেহভাজনদের অবস্থান এখন আসামের গুয়াহাটি।

কদমবাড়ীর মেধাবী কন্যা শৈলী মনি দত্ত একজন মানবিক চিকিৎসক হতে চায়।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২০৪ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মেধাবী কন্যা শৈলী মনি দত্ত এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় মেরিট পজিশন ১৩৪১ স্থান লাভ করে চট্টগ্রাম মেডিকেল কলেজে সুপারিশ প্রাপ্ত হয়েছে।তার পিতার নাম ইঞ্জিনিয়ার সমীর দত্ত,মাতা মিতালী শিকদার একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শৈলী মনির প্রাথমিক শিক্ষা জীবন শুরু ১০৯ নং নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।২০১৭ সালে প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে বোর্ড বৃত্তি লাভ করে। অতঃপর কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ হতে জিপিএ ৫ অর্জন করে। মেধাবী এ গূণী শিক্ষার্থী শুধু লেখাপড়াতেই নিজেকে সীমায়িত রাখেনি। সাধারণ নৃত্য, লোক নৃত্য, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত ও লোক সংগীতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সাধারণ নৃত্যে ২০১৬ সালে বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও ২০১৯ সালে শৈলী মনি কালকিনি উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়। গূণী শিক্ষার্থী শৈলী মনির ভবিষ্যতের পরিকল্পনা জানতে চাইলে সারাক্ষণ বার্তাকে জানান, ভবিষ্যতে আমি একজন মানবিক ডাক্তার হয়ে আর্ত মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে দেশ গঠনে ভূমিকা রাখতে চাই। এ লক্ষ পূরনে সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী। শৈলী মনি তার মামার বাড়ি কালকিনি থেকেই পড়াশোনা করেছে।তার জীবনের এ পর্যায়ে আসতে মামা বাড়ির ভূমিকা অগ্রগণ্য।

শৈলী মনি দত্তের বাবা ইঞ্জিনিয়ার সমীর দত্ত জানান, তার মেডিকেল কলেজে ভর্তির সুপারিশের খবরে আমরা অত্যন্ত খুশি হয়েছি।আশা করি তার এ সাফল্য অব্যাহত থাকবে। আমাদের মেয়ে শুধু একজন ভালো চিকিৎসক নয় একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মাগুরায় আওয়ামিলীগ নেতা মুহিতের ম্যানেজার মিরাজ  হত্যা মামলায় গ্রেপ্তার।

কদমবাড়ীর মেধাবী কন্যা শৈলী মনি দত্ত একজন মানবিক চিকিৎসক হতে চায়।

আপডেট সময় : ১০:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মেধাবী কন্যা শৈলী মনি দত্ত এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় মেরিট পজিশন ১৩৪১ স্থান লাভ করে চট্টগ্রাম মেডিকেল কলেজে সুপারিশ প্রাপ্ত হয়েছে।তার পিতার নাম ইঞ্জিনিয়ার সমীর দত্ত,মাতা মিতালী শিকদার একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শৈলী মনির প্রাথমিক শিক্ষা জীবন শুরু ১০৯ নং নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।২০১৭ সালে প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে বোর্ড বৃত্তি লাভ করে। অতঃপর কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ হতে জিপিএ ৫ অর্জন করে। মেধাবী এ গূণী শিক্ষার্থী শুধু লেখাপড়াতেই নিজেকে সীমায়িত রাখেনি। সাধারণ নৃত্য, লোক নৃত্য, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত ও লোক সংগীতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সাধারণ নৃত্যে ২০১৬ সালে বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও ২০১৯ সালে শৈলী মনি কালকিনি উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়। গূণী শিক্ষার্থী শৈলী মনির ভবিষ্যতের পরিকল্পনা জানতে চাইলে সারাক্ষণ বার্তাকে জানান, ভবিষ্যতে আমি একজন মানবিক ডাক্তার হয়ে আর্ত মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে দেশ গঠনে ভূমিকা রাখতে চাই। এ লক্ষ পূরনে সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী। শৈলী মনি তার মামার বাড়ি কালকিনি থেকেই পড়াশোনা করেছে।তার জীবনের এ পর্যায়ে আসতে মামা বাড়ির ভূমিকা অগ্রগণ্য।

শৈলী মনি দত্তের বাবা ইঞ্জিনিয়ার সমীর দত্ত জানান, তার মেডিকেল কলেজে ভর্তির সুপারিশের খবরে আমরা অত্যন্ত খুশি হয়েছি।আশা করি তার এ সাফল্য অব্যাহত থাকবে। আমাদের মেয়ে শুধু একজন ভালো চিকিৎসক নয় একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।