সিরাজগঞ্জের সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মিলন সরকার (৪২)-কে আট বছর পলাতক থাকার পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। সোমবার (১১ আগস্ট ২০২৫) সকালে জেলার উল্লাপাড়া থানার একটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
২০১৫ সালে ব্যবসায়িক বিরোধের জেরে নির্মমভাবে হত্যা করা হয় নাজমুল ইসলামকে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত মো. মিলন সরকারকে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন নামে পরিচয় বদলে দেশের নানা স্থানে বসবাস করছিলেন।
র্যাবের গোয়েন্দা শাখা দীর্ঘদিন তার গতিবিধি নজরদারিতে রেখে অবশেষে গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। র্যাবের এক কর্মকর্তা জানান, এই গ্রেপ্তার ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি বড় সাফল্য। আমরা অপরাধীদের আইনের আওতায় আনতে প্রতিজ্ঞাবদ্ধ।
নাজমুল ইসলামের পরিবারের সদস্যরা এই গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে বলেন, তারা আশা করছেন যে বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
আইন বিশেষজ্ঞদের মতে, এই গ্রেপ্তার দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াবে এবং অপরাধীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে যে অপরাধ করে পালিয়ে থাকা যায় না, শেষ পর্যন্ত আইনের হাত তাদের ধরবেই।