বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘ভাব অনেক বেশি বেড়ে গেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উদ্যোগে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, যারা পিআর চায় তারা কখনোই জনগণের সঙ্গে ছিল না। ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছে জামায়াত। রাজাকার, স্বৈরাচার, বাকশাল এই তিনটি শব্দ মানুষের কাছে ঘৃণিত। যত সংস্কারই হোক, জামায়াত ভালো হবে না। তাদের ভাব অনেক বেড়ে গেছে।
তিনি আরও বলেন, জামায়াত নির্বাচন ভণ্ডুল করার জন্য যথেষ্ট। সচিবালয়ে সব জামায়াত। এত জামায়াত কোত্থেকে এলো? হাসিনা কি জামায়াত পালতো? দেশে অফিস খুলতে না পারলেও আওয়ামী লীগ কলকাতায় অফিস খুলেছে। আওয়ামী লীগের জন্ম পাকিস্তানে।
শেখ মুজিব ও শেখ হাসিনার রাজনৈতিক ভূমিকা নিয়ে গয়েশ্বর বলেন, জিয়া ৯ মাস দেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন। আমাদের নেত্রী খালেদা জিয়াও পালাননি। আমরা লুকিয়েছিলাম, কিন্তু পালাইনি। শেখ মুজিবের পালানোর অভ্যাস আছে, হাসিনাও সেই অভ্যাস পেয়েছে।
আরাফাত রহমান কোকো প্রসঙ্গে তিনি বলেন, ১/১১ তে শুধু চিকিৎসার জন্য কোকো বিদেশ যেতে চেয়েছিলেন। কোকো রাজনৈতিক চক্রান্তের শিকার। সে রাজনীতি করতো না, খেলাধুলা নিয়ে থাকতো। অনেকেই জিয়া পরিবার শেষ করে দিতে চায়, কিন্তু এটা সম্ভব নয়।