বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ এখন স্লোগাননির্ভর রাজনীতি নয়, বরং বাস্তবায়নযোগ্য পরিকল্পনাভিত্তিক রাজনীতি চায়। বিএনপি বিশ্বাস করে, আগামী দিনে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণ-যুবশক্তিকে প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলাই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি।
মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপি’র পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, জনগণ এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। প্রতিশ্রুতি নয়, বরং প্রতিশ্রুতির বাস্তবায়নে বিএনপি বিশ্বাস করে। দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ ও যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদে পরিণত হবে।
তিনি প্রযুক্তি নির্ভর দক্ষ যুবশক্তি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তরুণ ও যুব সমাজকে প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতেই হবে। বিশ্বের সব দেশেই তরুণ ও যুব সমাজ উন্নয়ন ও অর্থনীতির প্রাণশক্তি। তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি ও কর্মস্পৃহা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন জানিয়েছে, ফ্যাসিবাদের দেড় দশক পর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষে ভোট দিতে হবে, যাতে আমরা মিলেমিশে দেশ গড়তে পারি।
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় বলেন, এই নির্বাচন সুষ্ঠুভাবে হলে এবং জনগণের মন জয় করতে পারলে আমরা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবো। তার ৩১ দফা বাস্তবায়িত হলে জনগণের মুখে হাসি ফুটবে।
সভায় আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, সাংবাদিক মুক্তাদির রশীদ রুমি ও শরীফুল ইসলাম খান, নাট্য নির্মাতা মাসরুর রশীদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফসীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএস জিলানী এবং সঞ্চালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।