ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত!  রাজৈরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কৃষক দল ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। ফরিদপুরের ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তোফায়েল আহমেদ। জরুরি ভর্তি করা হল হাসপাতালে। বহু বছর সেনাবাহিনীর থাবায় মুখোশ উন্মোচন হলো মাদক ব্যবসায়ী কাশেম ওরফে ফেন্সি কাসেমের। শেরপুরে দলিত নারীদের মুষ্টির চালে “দুর্গা পূজা”। “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এ শ্লোগানে মুখরিত মাদারীপুর। মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে দেবী দুর্গাকে।মন্ডপে মন্ডপে চলছে মা’কে বরণের প্রস্তুতি। এক রাতের রক্তগাথা: শাপলা চত্বরে নৃশংসতার ১২ বছর। বিসিআইসি: খাদ্য নিরাপত্তা ও শিল্পায়নের অগ্রগামী প্রতিষ্ঠান।

জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চায়: তারেক রহমান

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৪৮ জন সংবাদটি পড়েছেন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ এখন স্লোগাননির্ভর রাজনীতি নয়, বরং বাস্তবায়নযোগ্য পরিকল্পনাভিত্তিক রাজনীতি চায়। বিএনপি বিশ্বাস করে, আগামী দিনে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণ-যুবশক্তিকে প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলাই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি।

মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপি’র পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণ এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। প্রতিশ্রুতি নয়, বরং প্রতিশ্রুতির বাস্তবায়নে বিএনপি বিশ্বাস করে। দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ ও যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদে পরিণত হবে।

তিনি প্রযুক্তি নির্ভর দক্ষ যুবশক্তি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তরুণ ও যুব সমাজকে প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতেই হবে। বিশ্বের সব দেশেই তরুণ ও যুব সমাজ উন্নয়ন ও অর্থনীতির প্রাণশক্তি। তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি ও কর্মস্পৃহা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন জানিয়েছে, ফ্যাসিবাদের দেড় দশক পর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষে ভোট দিতে হবে, যাতে আমরা মিলেমিশে দেশ গড়তে পারি।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় বলেন, এই নির্বাচন সুষ্ঠুভাবে হলে এবং জনগণের মন জয় করতে পারলে আমরা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবো। তার ৩১ দফা বাস্তবায়িত হলে জনগণের মুখে হাসি ফুটবে।

সভায় আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, সাংবাদিক মুক্তাদির রশীদ রুমি ও শরীফুল ইসলাম খান, নাট্য নির্মাতা মাসরুর রশীদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফসীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএস জিলানী এবং সঞ্চালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত! 

জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চায়: তারেক রহমান

আপডেট সময় : ০৬:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ এখন স্লোগাননির্ভর রাজনীতি নয়, বরং বাস্তবায়নযোগ্য পরিকল্পনাভিত্তিক রাজনীতি চায়। বিএনপি বিশ্বাস করে, আগামী দিনে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণ-যুবশক্তিকে প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলাই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি।

মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপি’র পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণ এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। প্রতিশ্রুতি নয়, বরং প্রতিশ্রুতির বাস্তবায়নে বিএনপি বিশ্বাস করে। দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ ও যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদে পরিণত হবে।

তিনি প্রযুক্তি নির্ভর দক্ষ যুবশক্তি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তরুণ ও যুব সমাজকে প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতেই হবে। বিশ্বের সব দেশেই তরুণ ও যুব সমাজ উন্নয়ন ও অর্থনীতির প্রাণশক্তি। তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি ও কর্মস্পৃহা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন জানিয়েছে, ফ্যাসিবাদের দেড় দশক পর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষে ভোট দিতে হবে, যাতে আমরা মিলেমিশে দেশ গড়তে পারি।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় বলেন, এই নির্বাচন সুষ্ঠুভাবে হলে এবং জনগণের মন জয় করতে পারলে আমরা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবো। তার ৩১ দফা বাস্তবায়িত হলে জনগণের মুখে হাসি ফুটবে।

সভায় আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, সাংবাদিক মুক্তাদির রশীদ রুমি ও শরীফুল ইসলাম খান, নাট্য নির্মাতা মাসরুর রশীদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফসীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএস জিলানী এবং সঞ্চালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।