ময়মনসিংহের ভালুকায় ৫ আগস্ট ২য় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পৌর বিএনপির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ আগস্ট) সন্ধ্যায় ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জহির রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, শ্রী স্বপন বনিক, সদস্য আমান উল্লাহ তাজুন, আমিনুল ইসলাম পাপ্পু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা ৫ আগস্ট, ২০২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশের মানুষ এই দিনটিকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে দেখছে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ অপশাসনের সময় দেশের জনগণ এবং বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েছিল বলেও বক্তারা অভিযোগ করেন।
ব্রেকিং নিউজ:
ময়মনসিংহের ভালুকায় পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
-
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- ৩৪ জন সংবাদটি পড়েছেন
Tag :
জনপ্রিয় সংবাদ