ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত!  রাজৈরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কৃষক দল ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। ফরিদপুরের ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তোফায়েল আহমেদ। জরুরি ভর্তি করা হল হাসপাতালে। বহু বছর সেনাবাহিনীর থাবায় মুখোশ উন্মোচন হলো মাদক ব্যবসায়ী কাশেম ওরফে ফেন্সি কাসেমের। শেরপুরে দলিত নারীদের মুষ্টির চালে “দুর্গা পূজা”। “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এ শ্লোগানে মুখরিত মাদারীপুর। মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে দেবী দুর্গাকে।মন্ডপে মন্ডপে চলছে মা’কে বরণের প্রস্তুতি। এক রাতের রক্তগাথা: শাপলা চত্বরে নৃশংসতার ১২ বছর। বিসিআইসি: খাদ্য নিরাপত্তা ও শিল্পায়নের অগ্রগামী প্রতিষ্ঠান।

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের আল্টিমেটাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দেওয়া মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। তারা জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে ফজলুর রহমানকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

আজ বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ও মুজিববাদী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পরও বর্তমানে ফজলুর রহমান বিএনপির হয়ে সক্রিয় বক্তব্য দিচ্ছেন, কিন্তু তার ভাষা ও বক্তব্য আওয়ামী লীগের বয়ান বহন করছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, যে মুজিববাদকে আমরা উপড়ে ফেলেছি, সেই মুজিববাদের সৈনিক এখন খালেদা জিয়ার উপদেষ্টা পরিচয়ে বিএনপিতে সক্রিয়। তিনি শহীদদের অবমাননা, আহতদের তিরস্কার এবং অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে আওয়ামী বয়ান ছড়াচ্ছেন। অবিলম্বে এই মুখোশধারী মুজিববাদীকে বিএনপি থেকে বহিষ্কার করে দলকে দায়মুক্ত করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন জানান, গত রোববার এক অনুষ্ঠানে ফজলুর রহমান এনসিপির মুখ্য সংগঠক নাহিদ ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা, এজন্য আমরা সম্মান দেখিয়ে বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছি। তা না হলে কিশোরগঞ্জের ছাত্র-জনতা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করবে বলেন ইকরাম।

এছাড়া তিনি এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার নিন্দা জানান। তার দাবি, বিপ্লবের এক বছরের মাথায় বিপ্লবীদের বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে আরও নানান ধরনের আওয়ামী ন্যারেটিভ মামলায় ফাঁসানোর সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব ফয়সাল প্রিন্স, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূইয়া, আহ্বায়ক ইকরাম হোসেন প্রমুখ।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপীল বিভাগের নির্দেশনা অমান্য করে ৫৪ জন কর্মচারি নিয়োগ, আরো প্রায় ৬০০জনের নিয়োগ চুড়ান্ত! 

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের আল্টিমেটাম

আপডেট সময় : ০২:১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দেওয়া মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। তারা জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে ফজলুর রহমানকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

আজ বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ও মুজিববাদী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পরও বর্তমানে ফজলুর রহমান বিএনপির হয়ে সক্রিয় বক্তব্য দিচ্ছেন, কিন্তু তার ভাষা ও বক্তব্য আওয়ামী লীগের বয়ান বহন করছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, যে মুজিববাদকে আমরা উপড়ে ফেলেছি, সেই মুজিববাদের সৈনিক এখন খালেদা জিয়ার উপদেষ্টা পরিচয়ে বিএনপিতে সক্রিয়। তিনি শহীদদের অবমাননা, আহতদের তিরস্কার এবং অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে আওয়ামী বয়ান ছড়াচ্ছেন। অবিলম্বে এই মুখোশধারী মুজিববাদীকে বিএনপি থেকে বহিষ্কার করে দলকে দায়মুক্ত করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন জানান, গত রোববার এক অনুষ্ঠানে ফজলুর রহমান এনসিপির মুখ্য সংগঠক নাহিদ ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা, এজন্য আমরা সম্মান দেখিয়ে বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছি। তা না হলে কিশোরগঞ্জের ছাত্র-জনতা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করবে বলেন ইকরাম।

এছাড়া তিনি এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার নিন্দা জানান। তার দাবি, বিপ্লবের এক বছরের মাথায় বিপ্লবীদের বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে আরও নানান ধরনের আওয়ামী ন্যারেটিভ মামলায় ফাঁসানোর সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব ফয়সাল প্রিন্স, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূইয়া, আহ্বায়ক ইকরাম হোসেন প্রমুখ।