মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাটে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গতকাল রাতে (সোমবার, ৮ ডিসেম্বর) টেকেরহাট সিটি হাসপাতালের তরুণ চিকিৎসক অনিক ( আনুমানিক বয়স ৩০) নিজ কর্মস্থলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
আত্মহত্যার সময় তিনি একটি ভিডিও কলে ছিলেন। ঠিক কী কারণে তিনি এই চরম পথ বেছে নিলেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পারিবারিক বা মানসিক চাপের বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ।
ডাক্তার অনিকের এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় চিকিৎসক মহল এবং রাজৈরবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রাজৈর থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় রুম থেকে মৃত দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠান
এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সারাক্ষণ ডেস্ক 






















