প্রবল ঠাণ্ডায় অচেনা পৃথিবীতে একলা পড়ে সদ্যজাত, রাতভর পাহারায় নজির গড়ল পথ কুকুর, অবাক এলাকাবাসী। না ঘেউ ঘেউ, না দৌড়ঝাঁপ, শুধু সতর্ক চোখে পাহারা! ভোরের আলো না ফুটলে কেউ যেন শিশুটির ধারে কাছে না আসতে পারে সেদিকে রাত ভোর ছিল সতর্ক নজর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবদ্বীপে ঘটে গেল এক হৃদয় স্পর্শী ঘটনা। রেল কলোনির বাথরুমের সামনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পড়ে ছিল এক সদ্যজাতক প্রথম এই দৃশ্যটি দেখেন স্থানীয় বাসিন্দা শুক্লা মণ্ডল। তাঁর কথায়,“ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখলাম যে গায়ে কাঁটা দিচ্ছিল। কুকুরগুলো শান্ত ভাবে বাচ্চাটির পাশে দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছিল।” আরেক বাসিন্দা সুভাষ পাল বলেন,“ভোরে শিশুর কান্না শুনেছিলাম। ভেবেছিলাম কোনও বাড়িতে অসুস্থ বাচ্চা আছে। কখনও ভাবিনি বাইরে পড়ে আছে নবজাতক, আর কুকুরগুলো পাহারা দিচ্ছে।” চিকিৎসকদের মতে, শিশুটির দেহে কোনও আঘাত নেই। তাঁদের অনুমান, জন্মের কয়েক মিনিটের মধ্যেই শিশুটিকে ফেলে দেওয়া হয়েছিল। যান্ত্রিক সভ্যতায় যেখানে মানবতা আজ বিপন্ন সেখানে পথ কুকুরের এমন মানবিক আচরণ নেটিজেনদের প্রশংসায় পঞ্চমুখ। বেঁচে উঠুক মানবিকতা বেঁচে থাকুক আমাদের সৃষ্টি জগৎ।
আন্তর্জাতিক ডেস্ক 























